ফেসবুকে বিভিন্ন জরিপে দেখা গেছে ফেসবুকের ভোটে জামায়াতে ৯০ পার্সেন্ট ভোটে এগিয়ে থাকে। বিষয়টি জামায়েতর কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিগোচর হয়েছে বলে জানা যায়।
![]() |
| ফটোঃ প্রথম আলো |
এবিষয়ে জামায়াত ইসলামী একটি সংবাদ সম্মেলন করেন, সেখানে জামায়েত নেতা মাসুদ বলেন, আমরা ফেসবুকে নির্বাচনের দাবী জানাই, আমরা শীগ্রই মাঠে নামবো, আমাদের সাথে যদি চোরমোনাই থাকতে চায় তাদের স্বাগতম জানাচ্ছি। তবে আমরা এবার ফেসবুকে নির্বাচন করার দাবী আদায় করেই ঘরে ফিরবো।
এবিষয়ে জামায়াতের আমীর শফিকুর রহমানের সাথে কথা হয় ডেইলি গুজব টিভি অনলাইনের সাথে, এক প্রশ্নের জবাবে আমীরে জামায়েত বলেন, যদি বাস্তবে ভোট হয় ব্যালেটে ভোট হয় সারাদেশে আমরা কয়েক টি সিট পাবো যেটা দিয়ে সরকার গঠন সহজ নয়। তাছাড়াও কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের ডুকতে নাও দিতে পারে বিভিন্ন জায়গায়৷ মূলত এই কারনে আমরা অনলাইন তথা ফেসবুকে ভোটের সিন্ধান্ত বেশ কিছু দল একমত হয়েছি।
এবিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা, সালাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা এরকম বাস্তবহীন চিন্তাভাবনার প্রতি তীব্র নিন্দা জানাই, একই সাথে আমরা চাই ব্যালেটে ভোট হবে এবং অবশ্যই হতে হবে। ফেসবুকে ভোট হলে আমরা সেটা অগ্রীম বয়কট করছি।

0 মন্তব্যসমূহ