জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কে বিয়ের প্রস্তাব দিলেন রুমিন ফারহানা। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক সফরে গেলে তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে প্রতিনিধি দল পাঠান হাসনাত আব্দুল্লাহ। এসময় তার জন্য লাভ লেটার, গোলাপ ফুল, এবং কিছু ভালোবাসার উপহার পাঠান তিনি।
এ বিষয় এ রুমিন ফারহানার প্রতিনিধি জনাব এম বে বেউশ বলেন, রুমিন আপা দীর্ঘদিন থাকি অবিবাহিত। তার ও তো একটা চাহিদা আছে। আমরা রুমিন আপাকে হাসনাত এর জন্য রাজি করাই। হাসনাত ডাকাতের মতো দেখতে হলেও তার স্মার্টনেস এবং শরীর একজন তেজস্বী পুরুষের ন্যায়।
এদিকে হাসনাত আব্দুল্লাহ কে বিয়ের প্রস্তাব এর বিষয় এ জিজ্ঞেস করায় সে বলে, আমি বিয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি রাজি না। প্রথমত আমি নিজে বিবাহিত। আমার ঘরের উনি আমাকে এলাকা ছাড়া করবে। আর রুমিন ফারহানা বয়স্ক মানুষ। আমি তারে বিয়ে করলে বিয়ের আনন্দ পাবো না। এতটুকু উপকার হবে সাইবার বুলিং এর স্বীকার হবো না।

0 মন্তব্যসমূহ